নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে ঈদের আনন্দ করতে গিয়ে পটকা বিস্ফোরণে দুই ভাই আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার সরদার পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলো-সরদার পাড়া মহল্লার ইলেকট্রিশিয়ান হযরত আলীর ছেলে ইমন (১২) ও ইমু (০৭)।
আহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে তারা দুই ভাই ঈদের আনন্দে পটকা ফাটাচ্ছিল। এক পর্যায়ে একটি পটকায় আগুন দেয়ার সাথে সাথে সেটি সশব্দে বিস্ফোরিত হয়। এ সময় পটকার ভেতরে থাকা দাহ্য পদার্থ ও কাঁচের গুড়ো ছুটে এসে তাদের শরীরের পড়ে। এতে তাদের মুখমন্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে হাল্কা পুড়ে যাওয়াসহ রক্তাক্ত জখম হয়। পরে তাদেরকে দ্রুত বনপাড়া জাহেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া জাহেদা হাসপাতালের কনসালটেন্ট মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, পটকার ভেতরে থাকা কাঁচ গুড়াসহ অন্যান্য উপাদাণের আঘাতে তাদের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বর্তমানে তাদের অবস্থা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক রয়েছে।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …