সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে নারী খেলোয়াড়দের ঈদ উপহার তুলে দিলেন আকবর আলী

গোদাগাড়ীতে নারী খেলোয়াড়দের ঈদ উপহার তুলে দিলেন আকবর আলী

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে লকডাউনে খেলার মাঠে থেমে গেছে ব্যাটে বলে ঝড়। থেমে গেছে ফুটবলও। মাঠ ছেড়ে গৃহবন্দি খেলোয়াড়দের সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী। 

শুক্রবার (২২ মে) বিকেলে পৌর সদর শহীদ ফিরোজ চত্বরস্থ তার নিজ কার্যালয়ে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী খেলোয়াড়দের  মাঝে ঈদ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অন্যরকম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা তানজিলা খাতুন ও ফুটবলার দুলাল বর্তমানে কিছু মহিলা ফুটবলারদের পাশে আমি দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের এ ক্রান্তিকালে খেলোয়াড়দের পাশাপাশি অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক আকবর আলী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …