শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শিমুলবাক ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান

শিমুলবাক ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ

বাংলাদেশ সরকারের বিশেষ তহবিল থেকে সমাজ কল্যাণ  মন্ত্রনালয়ে উদ্দ্যোগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর সহ বিভিন্ন গ্রামে গ্রামে  অসহায় হত-দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ  প্রদান করা হয়েছে৷ 

আজ বাদ জুম্মা নগদ অর্থ প্রদান করেন দক্ষিণ সুনামগঞ্জ সমাজ সেবা  অফিসার  তাসলিমা আক্তার লিমা, এসময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ  জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মঈন উদ্দিন আহমেদ, তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিকট থেকে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব সংগঠনক  ও  সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ  নেতা এম তাজুল ইসলাম তারেক। 

নগদ অর্থ প্রদানের প্রাক্ষালে আগত অতিথি বৃন্দ তাদের  বক্তব্যে বলেন, করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে আমাদের সমাজের সাধারণ মানুষের ন্যায়  প্রতিবন্ধীরা এ দুর্ভোগে ভূগছেন। ঈদের আনন্দ টুকু সামান্য উপভোগ করার জন্য আমাদের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের তরফ থেকে সামান্য অনুদান। আমরা প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …