মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / মুসা আকন্দ’র কবিতা ‘তোমাকে ভেবে’

মুসা আকন্দ’র কবিতা ‘তোমাকে ভেবে’

কবিঃ মুসা আকন্দ

কবিতাঃ তোমাকে ভেবে

তোমার পথের পথিক আমি নই,
কেউ না আমি এই সমাজের।
তোমাকে ভেবে মন্দ কাজটি বেছে নিতে হয়,
তোমার চাহিদা আছে বলে।

ভেজা চুলে আমার সামনে তোমার অবস্থান,
তোমাকে আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
বেহায়া ভালোবাসি শব্দটি আছে বলে।
তোমাকে ভেবে মোমবাতির দিকে
তাকিয়ে থাকি, সকাল হয়না বলে।

তোমাকে ভেবে সমাজ বদলে দিতে চাই,
পারিনা আমি অসৎ বলে।
তোমাকে ভেবেই রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালাইনা,
বিশ্বাস নেই বলে।
না -না -না
তোমাকে ভেবে এখন রুখে দাঁড়াবো।

তোমাকে ভেবেই, ঝড়-বৃষ্টির মধ্যরাতে কাদা পথে হেঁটে চলি,
ক্ষুধার্ত মানুষটির খোঁজে।
তোমার অধরা সুর আমাকে টানে না,
তাই আমি আগের মতো ভালোবাসতে পারি না।
সেদিন রৌদ্রে তোমার হাতে শরবতের পেয়ালা
ভেঙে যায়নি, আমি তৃষ্ণার্ত বলে।
এখন তোমাকে ভেবে লাবন্যময়ী সকাল
উপহার দেয়, লজ্জিত সমাজ
হায় হায় চিৎকারে।

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …