সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ

নন্দীগ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রামঃ

বগুড়ার নন্দীগ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের উদ্যোগে ও নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে ২২শে মে দুপুর ১২ টায় নন্দীগ্রাম থানা চত্বরে উপজেলার ২৫০ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, থানার অফিসার ইনচার্জ শওকত কবির ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা প্রমুখ। ঈদ উপলক্ষ্যে প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি লাচ্ছা ও ১ কেজি চিনি দেয়া হয়েছে। ঈদের আগে কর্মহীন অসহায় মানুষেরা এ ত্রাণসামগ্রী পেয়ে অনেক খুশি হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …