নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
করোনা ভাইরাস এর সংক্রমন ঠেকাতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। গত কয়েক দিনে বাগাতিপাড়ায় ৫ জনের শরীরে করোনা পজেটিভ আসে। কিন্তু সরকারের দেয়া নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মানছেনা সাধারন মানুষ। তাই মানুষকে সচেতন করতে আরও বেশি কঠোর হতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। তবে এমন কঠোর অবস্থানে যাওয়াই পুলিশকে সাধুবাদ জানান সচেতন মহল।
জানা যায়, বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার দয়ারামপুর বাজারে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে বিভিন্ন দোকান খোলা রাখেন দোকানিরা। এমন খবর পেয়ে দয়ারামপুর বাজারে দোকান ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করেন থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম। সরকারের দেয়া নির্দেশনা মানতে নারাজ এমন কিছু দোকান ব্যবসায়ী ওই পুলিশের উপর চড়াও হলে পুলিশের সাহসি ভুমিকায় ছত্রভঙ্গ করেদেন ওই দোকানিদের।
এছাড়া গত ১৮ মে করোনা প্রতিরোধ কমিটি সিপিসির স্বেচ্ছা সেবকদের সাথে নিয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ দয়ারামপুর বাজারে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে সকলকে সচেতন করেন এবং সরকারি নিয়োমের তোয়াক্কা না করে বিভিন্ন মার্কেট শপিংমল খুলে রাখায় তা বন্ধ করেদেন । দয়ারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠন সিপিসিকে সাথে নিয়ে পুলিশের এমন সাহসি ভুমিকা প্রশংসনীয়। মানুষকে ভাল রাখতে এমন অভিযান অব্যহত রাখতে বাগাতিপাড়া মডেল থানাকে তিনি অনুরোধ জানান।
এব্যপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, কেন্দ্রিয় নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সর্বদা মাঠ পর্যায়ে কাজ করছে এবং করে যাবে। মানুষকে ভাল রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজন হলে পুলিশ অরো কঠোর হতে বাধ্য হবে। এছাড়া বাগাতিপাড়া বাসিকে সরকারি নির্দেশনা মেনে চলতে আহবান জানান তিনি।
আরও দেখুন
বাগাতিপাড়ায় জাটকা মাছ জব্দ করে দন্ড
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ……..নাটোরের বাগাতিপাড়ায় জাটকা ইলিশ বিক্রির দায়ে রিপন হালদার (৪২) নামের এক মাছ …