রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / আম্ফানের আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গে ভূমিকম্প !

আম্ফানের আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গে ভূমিকম্প !

সুপার সাইক্লোনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় আম্ফানের আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গে ভূমিকম্প হয়েছে। বুধবার রাজ্যের বাকুড়া জেলায় এ মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল, ৪.১ ম্যাগনিটিউড। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কি. মি. গভীরতায় অক্ষাংশের ২৩.৫ ডিগ্রি উত্তরে এবং দ্রাঘিমাংশের ৮৭.১ ডিগ্রি পূর্বে ভূমিকম্পটি উৎসস্থল।

বাকুড়ায় ওই ভূমিকম্পটি মাত্র দুই সেকেন্ডের জন্যে স্থায়ী থাকলেও আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা ও দিঘায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান। বলা হচ্ছে, ইতিমধ্যেই কলকাতায় তাণ্ডব শুরু করে দিয়েছে আম্পান।

দেশটির আবহাওয়া অফিস বলছে, এটি দিঘা হয়ে বাংলাদেশের হাতিয়ায় আঘাত হানতে পারে।

আরও দেখুন

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে-দুলু

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে …