নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গায় নিম্নআয়ের লোকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক এডিপির বিশেষ বরাদ্দ হতে উপজেলায় সমস্ত গ্রামপুলিশ, খড়ি বিক্রেতা ও সমস্ত উপজেলার ইলেক্ট্রিসিয়ানদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। মোট ১০৩ জনের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
এছাড়াও আরইআরএমপি দুঃস্থ মহিলা, রাস্তার মেরামত কাজের ৬৩ জন মহিলা কর্মী সহ মোট ১৬৮ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হল। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্চা, সোলা বুট ১কেজি, ১টি লাইফবয় সাবান ও ২ প্যাকেট ডানো দুধের প্যাকেট প্রদান করা হল। এই খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম এবং শিরিন আক্তার।
