সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / জেলা বিএনপি’র উদ্যোগে রাজনৈতিকভাবে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা বিএনপি’র উদ্যোগে রাজনৈতিকভাবে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর প্রতিনিধি নাটোরে জেলা বিএনপি’র উদ্যোগে রাজনৈতিক হত্যার শিকার পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে অনলাইনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু। জেলায় ৩৫ টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …