শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / বিলকিস বেগমের কবিতা ‘লকডাউন বিভ্রাট’

বিলকিস বেগমের কবিতা ‘লকডাউন বিভ্রাট’

কবিঃ বিলকিস বেগম

কবিতাঃ লকডাউন বিভ্রাট

শুনলাম একটা দারুন খবর
বলছি কানে কানে –
চুপটি করে শোনো শুধু, কেউ যেন না জানে !
লকডাউনে জামাই-বউদের বাড়ছে নাকি প্রেম
বন্দীদশায় গড়ছে দুজন ভালবাসার ফ্রেম ?
ঝগড়া-ঝাটির নেইকো বালাই করছে শুধুই মিল
শুনেই আমি বরের সাথে করে ফেলেছি ডিল ।
নতুন করে প্রেম- পিরিতি ঝালাই করা ভাল
বহুদিনের অভিমানে পড়েছে জমাট কালো ।
বিয়ের পরে ঘটা করে বলেছি কি দু’টো কথা ?
চাকরী করি ক্যারিয়ার দেখি, অত সময় কোথা ?
পয়সা আমি যতই কামাই , যতই করি সাজ
নিয়ম হলো, মেয়েমানুষ করবে ঘরের কাজ ।
ছেলে মানুষ বীর পুরুষ! বাহিরমুখী বেশি
আড্ডা দিবে, সিগারেট খাবে, করবে যেটা খুশি ।
পেয়েছি এবার হাতের মুঠোয়, লকডাউনে ঘরে
স্বামী নামক জিনিসটা আর কোথায় যাবে দূরে !
বুঝবে এবার পতিদেবতা ! কাকে বলে ডিল-
লকডাউনেই করবো জেনো ষোলকলা ফুলফিল !
এখন আমি বেজায় খুশি, থাকছে স্বামী ঘরে
ঝাড়ু দেয়া, কাপড় ধোয়া শিখছে একটু করে !!
শান্তিমতো দেখবো এবার দিদি নাম্বার ওয়ান
টিভির সিরিয়াল সব দেখবো আর সিনেমার গান !
আজকে সাহেব মাছ রেঁধেছে কি যে মজার টেষ্ট !
ভালবেসে বলেছি তাই , তোমার রান্নাই বেষ্ট !
আমার আবার রুচির ব্যামো, নাক সিটকানো রোগ
যেমন-তেমন খাইনা বাপু , যতই ভাল হোক ।
মাছ- মাংস ধুইনা আমি , গন্ধ নাকে লাগে!
তাই সে ওসব একাই করে , রান্না শুরুর আগে ।
পিঁয়াজের যে বেজায় ঝাঁঝ,কাটতে কি আর পারি?
একটা কেটেই কাঁদতে থাকি ,বলি তখন ‘সরি’ ।
লোকটা আমার খুবই ভালো, দয়ায় ভরা মন
বলে, তুমি বসো গিয়ে, রেষ্ট নাও কিছুক্ষণ ।
তরি-তরকারি কেটে-কুটে সে রান্না চাপায় গিয়ে
আমি তখন মনের সুখে মোবাইল টিপি শুয়ে ।
গোসল করা কাপড় ধোয়া সব যখন সারা
ওর তখন একটাই কাজ ,টেবিলে ভাত বাড়া ।
খেয়ে-দেয়ে নাক ডাকিয়ে দেই যে একটা ঘুম
কাজ শেষে কর্তা এসে কপালে দেয় চুম ।
যে যাই বলো ! স্বামী-স্ত্রীর শেয়ারিং টাই মূল
এতদিনের মিশনটা আমার হয়েছে সাকসেসফুল।।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …