নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ৮০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ রাজু আহমেদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের আব্দুল মান্নান সেন্টুর ছেলে।

র‍্যাব এক বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি রবিবার রাত ২ টার দিকে গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদকে ৮০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …