শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঈদের নামাজ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত

ঈদের নামাজ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদের নামাজ আদায় বিষয়ে ঈমামদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম মনিরুল ইসলাম, এনএসআই এর এডি জাহাঙ্গীর আলম প্রমুখ।

নাটোর জেলার বিভিন্ন উপজেলার ঈদ জামাতের ইমামগণ তাদের স্ব স্ব মাঠের পক্ষে প্রতিনিধিত্ব করেন। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিকটস্থ স্ব-স্ব মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় বিষয়ে ঈমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সরকারি নির্দেশনা মোতাবেক ঈদুল ফিতরের নামাজ আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, প্রয়োজন পড়লে সকাল পৌনে সাতটা, পৌনে আটটা এবং পৌনে নয়টায় পর পর তিনটি জামাতের মাধ্যমে নামাজ আদায় করা যেতে পারে।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …