রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / দক্ষিণবঙ্গ / খুলনা / খুলনা বটিয়াঘাটায় এনজিওর আত্মসাৎ করা টাকা ফেরত

খুলনা বটিয়াঘাটায় এনজিওর আত্মসাৎ করা টাকা ফেরত

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ

অবশেষে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের হস্তক্ষেপে ভিজিডি কার্যক্রমের আওতায় সঞ্চয়ের ৪ লক্ষ ৮২ হাজার ১শত ৫০ টাকা ফিরে পেলো ২৫০ জন উপকারভোগীরা।

শনিবার সকালে স্থানীয় জলমা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জন প্রতি ৪ হাজার ৮ শত টাকা করে উক্ত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভিজিডি কার্যক্রমের আওতায় উপকারভোগীরা ২ বছর মেয়াদী প্রতিমাসে ৩০ কেজি চাউল পাওয়ার জন্য তাদের প্রতিমাসে ২ শত টাকা করে সঞ্চয় জমা করতে হয়। এই সঞ্চয়ের অর্থ উপকারভোগীরা মেয়াদ শেষ হবার পর উত্তোলন করে থাকে। আর সঞ্চয়ের অর্থ উত্তোলন এবং উপকারভোগীদের প্রশিক্ষণের দায়িত্ব মন্ত্রনালয় কর্তৃক নির্ধরিত এনজিওরা পালন করে থাকে। ২০১৭-২০১৮ অর্থ বছরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ২৫০ জন উপকারভোগীদের অনুকুলে ‘পথিকৃৎ’ নামক একটি এনজিও দায়িত্ব পায়। উপকারভোগীদের উক্ত সঞ্চয়ের অর্থ তারা ব্যাংকে জমা না দিয়ে ৪ লক্ষ ৮২ হাজার ১শত ৫০ টাকা আত্মসাৎ করে। সেই আত্মসাৎকৃত অর্থ ২০১৯ সালের জানুয়ারি মাসে ফেরত দেওয়ার কথা থাকলেও ফিরিয়ে দিতে তারা নানান ছলচাতুরী শুরু করে। বিষয়টি ইউএনও নজরুল ইসলাম অবগত হলে তিনি অভিযুক্ত ব্যক্তি মহানগরীর সদর থানা এলাকার বাসিন্দা হওয়ায় সদর থানার ওসির কাছে অভিযোগ দায়ের করলে গত ২৬ ফেব্রুয়ারী অভিযুক্ত কিউ এস ইসলাম মুক্তকে আটক করে বটিয়াঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান আশিকের জিম্মায় অভিযুক্তর অত্মীয়দের কাছ থেকে চেক গ্রহন করে একমাসের সময় দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত মুক্ত একমাস গত হবার একদিন পূর্বেই ইউএনও এর বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রেরণ করলে তিনি মামলার প্রস্তুতি নিলে সুচতুর মুক্ত সমূদয় টাকা ফেরত দেয়।

শনিবার বেলা ১১টায় ইউএনও নজরুল ইসলাম উক্ত অর্থ চেকের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহকারী আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ঢালী, ইউপি চেয়ারম্যান আশিকুজ্জান আশিক, সাংবাদিক রিংটন মন্ডল, সাংবাদিক শাওন হাওলাদার, ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেব ও বিপ্রদাস টিকাদার, গ্রাম পুলিশ সদস্য টুকু রানী টিকাদার, তারাপদ সরকার, অসিত টিকাদার, রিপন ঢালী প্রমূখ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …