রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাইক্রোবাস মহাসড়ক থেকে উল্টে খাদে, আহত ৫

বড়াইগ্রামে মাইক্রোবাস মহাসড়ক থেকে উল্টে খাদে, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-ঢাকা মহাসড়কের সুতীরপাড় নামক স্থানে একটি মাইক্রোবাস উল্টে পাশর্বর্তী খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ৫ জন আহত হয়। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে নাটোরের বাগাতিপাড়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটি আসছিলো। সুতীরপাড় এলাকায় আসলে মাইক্রেবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে ৫ জন আহত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে চালকের বাড়ি টাঙ্গাইলে ও অন্যদের বাড়ি বাগাতিপাড়ায় বলে জানা গেছে। পুলিশ মাইক্রোসবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …