নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা হলো ১৩ জন। মঙ্গলবার রাতে সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।
নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়া আক্রান্ত ব্যক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ধাপড়ি গ্রামে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতেন। গত ৫ই মে স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় নমুনা দিলে তা রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছিল।
মঙ্গলবার রাতে ভাইরোলজি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্তের বিষয়টি অবহিত করা হয়। তবে তার শরীরে কোন করোনা উপসর্গ ছিলো না। স্বাস্থ্যকর্মী নাটোরে কর্মরত থাকায় আক্রান্তের তালিকায় নাটোরকেই ধরা হয়েছে বলে জানান সিভিল সার্জন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …