নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র জলি

নাটোরে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র জলি

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোর পৌরসভায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র উমা চৌধুরী জলি।মঙ্গলবার সকাল থেকেই এই খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন তিনি।

করোনা ভাইরাস সংক্রমণ কালে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মক্ষেত্র বন্ধ রয়েছে। এতে দুস্থ আয়-রোজগার লোকজন চরম সংকটে পড়েছে। এই করোনা ভাইরাস এর প্রভাব পড়েছে সর্বত্র। পৌরসভার অধীনে সবগুলি ওয়ার্ডে সপ্তম দফা খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ৬নং ওয়ার্ডের কিছু অসচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ১নং প্যানেল মেয়র ও ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুম। পরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের র‍্যালি এবং জার্সি ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক, নাটোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের র‍্যালি এবং জার্সি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত …