শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / কৃষি / নাটোরের সিংড়ায় ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নাটোরের সিংড়ায় ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

শষ্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোর জেলার সিংড়া উপজেলায় বোরো ধান ও চাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এলএসডিতে বোরো ধান/চাল সংগ্রহ-২০২০ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, ওসি এলএসডি বিদ্যুত কুমার, কাউন্সিলর জালাল উদ্দিন প্রমূখ।

জানা গেছে, এবার বিএসদের মাধ্যমে কৃষকদের তালিকা সংগ্রহ করে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে স্ব স্ব ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালিকা ঝুলিয়ে দেয়া হবে।

এ বছর ৭ হাজার ২ শত ৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। চাল সংগ্রহ করা হবে সিদ্ধ ৩৯১০ মেট্রিক টন, আতব চাল ২৯৭ মেট্রিক টন।

ধান ২৬ টাকা কেজি, আতব চাল ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি নেয়া হবে বলে জানা গেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …