স্পোর্টস ডেস্কঃ
কঠিন স্বাস্থ্যবিধি মেনে লা লিগার দলগুলো অনুশীলন মাঠে ফেরার পর করোনা পরীক্ষায় এ পর্যন্ত ৫ জন খেলোয়াড়ের সংক্রমণ ধরা পড়েছে। স্পেনের অসমাপ্ত ফুটবল মৌসুম আসলেই শুরু করা যাবে কি না তা নিয়ে সংশয় ও সন্দেহ এতে একটু জেগেছে বৈকি! লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস তবুও আগামী ১২ জুন থেকে লিগ শুরু করে দেওয়ার পক্ষে।
তেবাসের নিজের মধ্যেই যে একটু সংশয় নেই, তা কিন্তু নয়। সেজন্যই বলেছেন, ‘আমি জানি না কবে আবার ফুটবল শুরু হবে।’ তারপরও সেদিন মুভিস্টারের এল পার্তিদাজো অনুষ্ঠানে বলে দিয়েছেন নিজের মনের কথাটা, মৌসুম শেষ করার স্বার্থে চান লিগ শুরু হোক ১২ জুন থেকে, এমনকি প্রতিদিনই খেলা চালিয়ে হলেও, ‘আমি ঠিক জানি না আবার শুরুর সবচেয়ে সম্ভাব্য তারিখটি ১৯ জুন কি না। তবে আমি চাই এটি শুরু হোক ১২ জুন। সবকিছু যদিও করোনাভাইরাস পরিস্থিতির নিয়ন্ত্রণের ওপর নির্ভর করবে। আর এমন হতে পারে যে শুরু হলে ৩৫ দিনই লিগের ম্যাচ থাকলো।’
আগেই বলা ছিল যে লা লিগা শুরুর ঘোষণার পর প্রতিটি ম্যাচের আগেই খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে। সেটাই আবারও স্পষ্ট করে বলেছেন তেবাস, ‘ম্যাচ খেলার ২৪ ঘণ্টা আগে খেলোয়াড়দের পরীক্ষা করে দেখা হবে।’
৫৭ বছর বয়সী ফুটবল কর্মকর্তা মনে করেন, খেলা যখন চলবে তখনই করোনার ঝুঁকিটা সবচেয়ে কম থাকবে, ‘খেলার সময়েই ঝুঁকিটা কম থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের হার একেবারেই কমিয়ে এনে আমরা শুরু করবো। আর খেলোয়াড়দের ওপর আমাদের পূর্ণমাত্রায় নিয়ন্ত্রণ আছে, তাদের বলা আছে ঘরে যেন তারা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলে।’ প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে স্পেনের শীর্ষ লিগ গত মার্চ মাসের প্রথম দিক থেকেই স্থগিত রয়েছে। লিগের বাকি আছে এখনও ১১ রাউন্ড। রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।