নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে গাছ থেকে পেঁপে পাড়তে গিয়ে প্রয়াত ফুটবলার তানভিরের শ্বশুর আনিসুর রহমান ইন্তেকাল করেছেন। নিহত আনিসুর রহমান নাটোরের বলাড়িপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, আজ সকালে বাড়ির পাশের জমিতে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় পাশে থাকা ইটের সঙ্গে মাথায় আঘাত প্রাপ্ত হন। দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনিসুর রহমান বলারিপাড়ার আগে নাটোরের হরিশপুর ইউনিয়নের রহিমকুড়ি এলাকার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে বলারি পাড়ায় বাড়ি তৈরি করে বাস করা শুরু করেন।
মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …