নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
ছেলেধরা ও গলাকাটা সন্দেহে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার বিষয়ে, চাঁপাইনবাবগঞ্জে জনগণকে সচেতন করার লক্ষ্যে, গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গুজব প্রতিরোধে পুলিশের পাশাপাশি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঠে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
তিনি জানান, ‘সমাজের প্রতি সবারই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই কর্তব্যবোধের দায় থেকে তিনি সকলকে গুজব রোধে এগিয়ে আসারও আহ্বান জানান।’
তিনি আরো জানান, ‘গুজব রোধে জেলার পাঁচটি থানায় ওসিদের তত্ত্ববধানে মাইকিং, লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বক্তব্য রাখছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ’
পুলিশ সুপার বলেন, ‘ছেলেধরা বা গলাকাটা সন্দেহে আপনারা আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে তুলে দেয়ার এবং যে কোন সমস্যায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা নেয়ার অনুরোধ জানান।’
পাশাপাশি গুজব রটনা বা প্রচারকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে পুলিশ সুপার বলেন, ‘যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, ডিআইও-১ এসএম জাকারিয়া।
আরও দেখুন
মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …