শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি মনিরুজ্জামান মুন্না’র কবিতা ‘বিবর্তিত জীবন’

কবি মনিরুজ্জামান মুন্না’র কবিতা ‘বিবর্তিত জীবন’

কবিঃ মনিরুজ্জামান মুন্না

কবিতাঃ বিবর্তিত জীবন

অসম্ভব অবিশ্বাসে শ্বাস নিচ্ছি
চোখের দৃষ্টিসীমা সীমিত
উপসর্গ মেলাতে ক্লান্ত দিনরাত।

হাতের কাছে কত গল্প
ছুঁয়ে দেখি না
কবিতা নেমেছে বিষাদে
কথারা কমিয়ে দিয়েছে বলা
ঘুমে দেখা মেলে গেল বর্ষার টাপুর-টুপুর।

ভোর, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত,
গভীর অমানীষা নামে শেষে-

অপেক্ষা ফিরিয়েছে মুখ, প্রতীক্ষা আক্রান্ত;
আশা, সেও তো মরিচীকা
শুধু আছে শ্বাস, তোমার, আমার।

আমাদের দেখা হবে কি আবার-
কোন এক বিবর্তিত জীবনে…

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …