নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা আপডেট নাটোরঃ নতুন কোন শনাক্ত নেই

করোনা আপডেট নাটোরঃ নতুন কোন শনাক্ত নেই

বিশেষ প্রতিবেদকঃ

নাটোরে এখন পর্যন্ত করোনা পজেটিভ রোগী ১০ জন। নতুন করে আর কেউ পজিটিভ শনাক্ত হয়নি।

আজ মঙ্গলবার পর্যন্ত প্রেরিত ৫৪৭ টি নমুনার মধ্যে ৩১৬ টির ফলাফল নেগেটিভ এসেছে। ফলাফল অপেক্ষমাণ রয়েছে ২৬১ টি নমুনার।

নাটোর সিভিল সার্জন অফিস থেকে নারদবার্তাকে জানানো হয় আজ নতুন করে ১৫৭ টি নমুনা প্রেরণ করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে।

নাটোরের সিভিল সার্জন ড. কাজী মিজানুর রহমান নারদবার্তাকে জানান সচেতনতাই উত্তম প্রতিরোধ, স্বাস্থ্য বিষয়ক সচেতনতাই পারে করোনাকে প্রতিরোধ করতে।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …