নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় ত্রাণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভীড় করা নারী-পুরুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে, এমনটা জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াংকা দেবী পাল।
সোমবার (৪মে) বিকেলে মুঠোফোনের মাধ্যমে পিয়াংকা দেবী পাল বাগাতিপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ছুটে আসা ৩৬ জন ব্যক্তির আইডি কার্ডের ফটোকপি জমা নেওয়া হয়েছে তাদের মধ্যে দেখা গেছে অনেকেই সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছেন,কারো আছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাদেও অনেকেই করোনাভাইরাস দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহযোগিতা পেয়েছেন, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ সহায়তা দেব। এ নিয়ে আমাদের ইউপি চেয়ারম্যানদের সাথে কথাও হয়েছে। আমরা আশা করছি আগামী দু’দিনের মধ্যে তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারবো।
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বাগাতিপাড়ায় ত্রাণের দাবীতে ছুটে আসা নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …