শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসি (ল্যান্ড)

নাটোরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসি (ল্যান্ড)

নিজস্ব প্রতিবেদকঃ


নাটোরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার দুপুরে শহরের বনবেলঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান।


সদর উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান নারদ বার্তাকে জানান, বনবেলঘড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক তার মেয়ের বিয়ের বয়স না হওয়া সত্বেও বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের অন্যদের অমতে উন্মাদ এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তার আগেই মেয়ের বাবাসহ আয়োজকরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। এবং বাল্যবিবাহ যাতে না হয় সেজন্য গণমান্য ব্যক্তিদের উদ্যোগ নেবার আহ্বান জানানো হয়।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …