নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় নকল, ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রেজিষ্টার্ড চিকিৎসাকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়েটিক ঔষুধ বিক্রয় বন্ধে জনসচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নলডাঙ্গার ঔষুধ ব্যবসায়ীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে নাটোর ঔষুধ প্রশাসন ও বিসিডিএস আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী মৃধা। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিসিডিএস, নাটোর জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রানা আহমেদ প্রমুখ।