রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘অল্পতেই উড়ে যায়’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘অল্পতেই উড়ে যায়’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ অল্পতেই উড়ে যায়

আটপৌরে জীবন পেলে
ভালবাসা হারিয়ে যেতেই পারে
কে তাহারে ধরে রাখে সংসারে
গুঞ্জরিত জীবন বড় মধুর।
একদিন মহামারী শেষে
ম্যাপললিফের পাতাদের দেশে
স্কেটিং করতে করতে মনে পড়ে যাবে
টিএসসিতে অথবা তুরাগের ঢেউয়ে ভেসে
কৃষ্ণচূড়া জারুল সোনালু ফুলের মত
ধীর পায়ে পায়ে রাজু চত্ত্বর আমতলা
ভালোবেসে বেসে আনন্দে ও দুঃখে
কে পারে থেকে যেতে একখানে?
যে পারে সে বটের গাছ
সাক্ষী হয়ে যায় ভালবাসা এবং ভাল না বাসার
যে রাস্তায় প্রায়শই মরা পাতা পড়ে থাকে
সে পথ হিসাব রাখে অবজ্ঞার।
হয়তো ভাবছো সব ঠিকঠাক আছে
লেখা নেই জোখা নেই কথা বার্তা কিছু নেই
মামলা নেই মোকদ্দমা নেই
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে এইসব মুখ
কল্পনায় থেকে যাবে ইচ্ছায় বা অনিচ্ছায়।
বড় বড় কেতাবে অথবা জমকালো আয়োজনে
ভিখিরি হয়েও যে দাড়াবেনা কোনদিন
সেইসব হেরে যাওয়া বকুলের ফুল
খাঁজ কাটা জবাদের পাতা কিংবা
বাগানবিলাসের পাপড়ির মত অল্পতেই উড়ে যায়
শুকিয়ে যায় তবুও পথের কাব্য হয়ে থাকে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …