শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় অভুক্ত কুকুরগুলোর খাবারের দায়িত্ব নিলো সিপিসি

বাগাতিপাড়ায় অভুক্ত কুকুরগুলোর খাবারের দায়িত্ব নিলো সিপিসি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ

করোনা ভাইরাস মোকাবেলায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষ যখন ঘর বন্দি জীবন যাপন করছে। সেই সাথে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে বাজারের সকল প্রকার খাবার হোটেল ও রেস্তোরা বন্ধ থাকায় অভুক্ত রয়েছে পথের কুকুর গুলি। ঠিক তখনই বেওয়ারিশ অভুক্ত কুকুরের খাবারের দায়িত্ব নিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “করোনা প্রতিরোধ কমিটি” (সিপিসি)।


উপজেলার বিহারকোল বাজার, মালঞ্চি , দয়ারামপুর, তমালতলা ও জামনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বাজারের বেওয়ারিশ অভুক্ত কুকুুরের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করছে সিপিসি। আর সেই খাবার গুলি দেয়া হয় সন্ধার পর থেকে। গত বুধবার (২৯এপ্রিল) রাত ৮টায় অভুক্ত কুকুরদের খাবার দেন সিপিসি’র জামনগর ইউনিয়ন দলনেতা রাজিবুল ইসলাম বাবু সহ স্বেচ্ছাসেবী জোবাইদা খাতুন, নয়ন আলী, মিঠন কুমার পাল, সুমন কুমার, বোরহান প্রমূখ।


এবিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “করোনা প্রতিরোধ কমিটি” (সিপিসি)এর আহবায়ক মিজানুর রহমান বলেন, বিশেষ করে বেওয়ারিশ কুকুরের ক্ষুধা নিবারনের জায়গা ডাসবিন ও নালা-নর্দমায় ফেলে দেয়া হোটেল রেস্তোরার খাবারের উচ্ছিষ্ট অংশ। সেই উচ্ছিষ্ট খাবার না পেয়ে অভুক্ত থাকতে দেখা মেলে কুকুর গুলিকে। তাই স্বেচ্ছাসেবীদের সাথে কথাবলে উপজেলার গুরুত্বপূর্ণ মোড় বাজারের বেওয়ারিশ অভুক্ত কুকুুরের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন করোনর ভয়াবহতা থেকে আমরা মুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …