মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের হালসায় গ্রিন ভয়েস টিম বাকৃবি শাখার খাদ্য সামগ্রী বিতরণ

নাটোরের হালসায় গ্রিন ভয়েস টিম বাকৃবি শাখার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহর রাজার শহর, রাজ ঐতিহ্য ও গরিমায় বেঁচে আছে নাটোর এর মানুষ। এখানে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি লক্ষ্য করা যায় প্রতিটি স্থাপত্যে তেমনি প্রতিটি মানুষের মধ্যেই এই সম্প্রীতি বর্তমান।

করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে চলছে লকডাউন, এরই মাঝে শনিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। আজ বুধবার নাটোর সদরের হালসা ইউপির মাহেশা গ্রামের দুস্থ অসহায় ১৫ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন গ্রিন ভয়েস টিম,বাকৃবি শাখা। চাল, আলু, ডাল, ছোলা, সোয়াবিন তেল, খেজুর, আটা, মুড়ি পেঁয়াজের সাথে দুঃখের সময় বিপদের সময় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এদিন খাদ্য সামগ্রী বিতরণ করেন গ্রিন ভয়েস টিম, বাকৃবি শাখার দপ্তর সম্পাদক জান্নাতুন ফিজা।

খাদ্য বিতরণ এর সময় তিনি বলেন রমজান মাসে সকলে বাড়িতে বসে নিজেদের মতো করে সুরক্ষিত থেকে নামাজ পড়বেন এবং ইফতার করবেন। কোনো জমায়েতে যাবেন না। সুরক্ষিত থাকাই এখন অন্যতম বড় লক্ষ্য। মসজিদে গিয়েও যথেষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …