নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর ও নলডাঙ্গা থেকে কোন নমুনা সংগ্রহ হচ্ছে না। গত এক সপ্তাহ ধরে সিংড়া, বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পাঠালেও নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার কোন নমুনা সংগ্রহ করা এবং প্রেরণ করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
২৭ এপ্রিল পর্যন্ত রাজশাহী ল্যাবে ৩৪০ টি নমুনা প্রেরণ করা হয়েছিল যার মধ্যে ১৪৪ টি নেগেটিভ এসেছে। ১৩৯ টি নমুনা অপেক্ষমাণ রয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার নতুন করে ১২ টি নমুনা পাঠানো হয়েছে।
নমুনা সংগ্রহ করে পাঠানো এবং তার ফলাফল আসতে বিলম্ব হওয়ার কারণ জিজ্ঞাসা করলে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, অনেকগুলো নমুনা রাজশাহীতে জড়ো হয়ে গেছে কিন্তু কেন তারা ফলাফল দিচ্ছেন না তারাই বলতে পারবেন।
নাটোর সদর এবং নলডাঙ্গা থেকে নমুনা কেন সংগ্রহ করা হচ্ছে না এমন প্রশ্নে তিনি নারদ বার্তাকে জানান, এটি বলতে পারবেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক সিভিল সার্জন অফিসের ল্যাব সংশ্লিষ্ট একজন নারদ বার্তাকে জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালে যারা পোস্টিং নিয়ে আছেন তারা বেশি ক্ষমতাধর বলেই কাজ করছেন না। এখানে কাজ করার ভয়ে তারা ডেপুটেশন নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন।
সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …