শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বিনামূল্যে টেলিমেডিসিন চিকিৎসা দিবেন ডা: দিবাকর

বিনামূল্যে টেলিমেডিসিন চিকিৎসা দিবেন ডা: দিবাকর

নিজস্ব প্রতিবেদকঃ
করোনাকালে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দিতে ‘স্কয়ার হেলথ কেয়ার সার্ভিসেস’ স্বাস্থ্যসেবা ডিজিটালাইজ করার লক্ষ্যে “যত্ন” নামে একটি পরিসেবা চালু করেছে। যত্ন’র আয়োজনে ফ্রি অনলাইন কনসালটেশনে থাকবেন নাটোরের স্বনামধন্য চিকিৎসক ডা: দিবাকর সরকার। ডা: দিবাকর সরকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ অর্থো-সার্জারী কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

আগামীকাল ২৯ এপ্রিল বুধবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে ফ্রি টেলিমেডিসিন সেবা প্রদান করবেন বলে ডা: দিবাকর নারদ বার্তাকে নিশ্চিত করেন।

ডাক্তার দিবাকর তার রোগীদেরকে যত্ন’র দেয়া ০১৩১৩৪০২৩১১ নম্বরের মাধ্যমে সিরিয়াল নিয়ে উল্লিখিত সময়ে ফ্রি চিকিৎসা নেয়ার আহ্বান জানান।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …