মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে ভ্রাম্যমাণ আদালতে ৪৮ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৪,৯০০ টাকা অর্থদণ্ড

নাটোরে ভ্রাম্যমাণ আদালতে ৪৮ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৪,৯০০ টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ভ্রাম্যমাণ আদালতে ৪৮ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৪,৯০০ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কোভিড-১৯ বিস্তার রোধে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযানের অংশ হিসাবে বিভিন্ন উপজেলার ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৫ টি মোবাইল কোর্টে এই অর্থ দণ্ডাদেশ দেয়া হয়।


মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া চলাচল ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৪৮ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৪,৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া লালপুরের কেশবপুরে অবৈধভাবে পুকুর কাটায় ভেকু মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন স্থানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কঠোর ভাবে নিশ্চিতকরণে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …