রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে লালপুরের গোপালপুরে আবারো সাপ্তাহিক হাট

নাটোরে লালপুরের গোপালপুরে আবারো সাপ্তাহিক হাট

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নভেল করোনা সংক্রমণ পরিস্থিতিতে সামাজিক দুরন্ত বজায় রাখার বিষয়টি মানছে না কেউ । আবারো লালপুরের গোপালপুর ছাগল হাটে কাঁচামালের সাপ্তাহিক হাট  অনুষ্ঠিত হয়েছে ।

সামাজিক দুরন্ত বজায় রাখতে ও  স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য  স্থানীয় প্রশাসনের  পক্ষ থেকে জনসাধারণের মাঝে সচেতনামূলক  নানা প্রকারের প্রচার ও প্রচারনা থাকলেও , বাস্তবে তা ভিন্ন ।  মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোন প্রকারের তৎপরতা দেখা  যাচ্ছেনা । স্বাস্থ্য বিধি না মেনে ও সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি অবহেলা করে গোপালপুর সাপ্তাহিক হাট অনুষ্ঠিত  হয়ে আসছে । অথচ এই হাটের কিছু দুরে লালপুর উপজেলা পরিষদ অবস্থিত । এই হাট নিয়ে কোন প্রকার নজরদারি নেই স্থানীয় প্রশাসনের ।

২০ এপ্রিল গোপালপুর সাপ্তাহিক এই হাটে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় ।  সামাজিক দুরন্ত বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মানছে না বিক্রেতারা ও ক্রেতারা । এই নিয়ে মানুষের মাঝে করোনা সংক্রমণ  ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে ।

এবিষয়ে সচেতন মহল বলেন, এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জোর ভুমিকা  রাখছেনা । আপনার লেখা লেখি করে কি করবেন ।

আরও দেখুন

লালপুরে  শিক্ষা বিষয়ক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার  (৫ অক্টোবর ) নাটোরের লালপুর উপজেলার কলস নগর উচ্চ বিদ্যালয়ে  সকাল …