নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযানে নাটোরে ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযান অব্যাহত ছিল।
ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৫ টি মোবাইল কোর্টে গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া রাস্তায় চলাচল ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৩ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে এবং সরকার প্রদত্ত নির্দেশাবলী মেনে চলতে অনুরোধ করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …