নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোররে নলডাঙ্গার হালতি বিলে শ্রমিক সংকট মোকাবেলায় ভর্তুকির ৩টি ধান কাটা-মাড়াই কম্বাইন্ড হ্যার্ভেষ্টার কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩টি ধান কাটা-মাড়াই কম্বাইন্ড হ্যার্ভেস্টার মেশিনের চাবি তিনজন কৃষকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সরকারীভাবে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে এ তিনটি কম্বাইন্ড হ্যার্ভেস্টার ধান কাটা-মাড়াই মেশিন তিনজন কৃষকদের মাঝে দেওয়া হল। এ মেশিন দিয়ে শ্রমিক সংকট মোকাবেলায় কম খরছে ধান কাটা-মাড়াই করতে পারবে কৃষক। এ তিনটি ছাড়াও কম্বাইন্ড হ্যার্ভেস্টার এর আগের কয়েক বছরে উপজেলায় আরোও ৫টি মেশিন দেওয়া হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …