নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে টিসিবি পণ্য বিক্রয়ের স্থানে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেতন করতে কাউকে দেখা যায়নি সেখানে। বুধবার সকালে এমন দৃশ্য চোখে পড়ে মাধনগর স্টেশন বাজার এলাকায়।
টিসিবি পণ্য ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারা সামাজিক দূরত্ব মেনে চলার বর্তামান নিয়মটা জানলেও সেটা তারা বজায় রাখতে পারছেন না। প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু ঘুরে ফিরে সবাই মিলে জমায়েত সৃষ্টি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ বা আনসার দিয়ে পরিচালনার পরামর্শও দেন অনেকে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা অব্যাহত আছে। সীমিত পুলিশ দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তবে পুলিশ সদস্য সংখ্যা আরোও বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …