নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ায় কলিয়া বাজারে সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬ টা থেকে সুকাশ ইউনিয়নের কলিয়া বাজারে সাপ্তাহিক হাট বসিয়েছিল। কিন্তু বেশি মানুষের সমাগম হওয়ার কারণে সিংড়া থানা পুলিশের হস্তক্ষেপে হাট বন্ধ হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক হাট-বাজার বন্ধ করে দেয়া হয়েছিল। তবে কৃষকদের উৎপাদিত কাঁচা তরিতরকারি বিক্রির সুবিধার্তে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পূণরায় হাট বসানোর জন্য অনুমতি দেয়া হয়েছিল। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারায় এই হাট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন। সামাজিক দুরত্ব বজায় রাখুন। সরকারের দেয়া বিধি বিধান মেনে চলুন।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …