শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে পুলিশ আটক করেন। নিহত ব্যক্তি হলো সদর উপজেলার বালুগ্রাম গ্রামের তাজিমুল ইসলামের ছেলে মানিক (২৬)।

সদর থানার এসআই নাজমুল হোসেন জানান, নয়াগোলা পুলিশ লাইন্সের সামনের সড়কে সকালে দিকে গোবরাতলা এলাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী সবজি ভর্তি একটি পিকআপ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক গুরুত্ব আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানের চালক ওমর ফারুককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …