নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে এই উপহার তুলে দেওয়া হয়। মোট ৫০ জন শিল্পী কলাকুশলী হাতে এই উপহার তুলে দেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সহ-সভাপতি আতিকুল হক লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু, কোষাধ্যক্ষ মাহবুব হোসেন প্রমুখ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক হাট-বাজার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় অনেক শিল্পী কর্মহীন হয়ে পড়েছে। এই সকল সাংস্কৃতিক কর্মী কারো কাছে হাত পাতে না সহায়তার জন্য। তাই সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই উদ্যোগ গ্রহণ করেছে।
এই বিশেষ উদ্যোগে সহায়তার জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি উমা চৌধুরী জলি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজকে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …