নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বাগাতিপাড়ায় ফরিদপুর থেকে বাড়িতে ফেরত নতুন ১২জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার সকালে এদের উপজেলার জামনগর হাইস্কুলে কোয়ারেন্টিনে রাখা হয়। এনিয়ে গত দুই দিনে এ উপজেলায় ১৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলো। এদের বয়স ২৫-৪০এর মধ্যে। এরা সবাই ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন।
শুক্রবার রাতে সেখান থেকে বাড়ি ফিরেন। এরা সবাই জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর তত্বাবধায়নে জামনগর উচ্চবিদ্যালয়ে কোয়ারেন্টিনে থাকবেন। এর আগে শুক্রবার বিকালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল জামনগর হাইস্কুলে জামনগর ইউনিয়নের হাঁপানিয়া সাজিপাড়া গ্রামের ৫জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখেন। এ ৫ জন ঢাকা ও মানিকগঞ্জ এলাকা থেকে ৩-৪দিন আগে বাড়ি আসেন। তাঁদের প্রত্যেককেই ১৪দিন করে কোয়ারেন্টিনে রাখা হবে। প্রত্যেকের জন্য খাবার সুবিধা দেবে স্থানীয় প্রশাসন।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় ফরিদপুর থেকে বাড়িতে ফেরত নতুন ১২জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …