মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / করোনা মোকাবেলায় নাটোরের প্রবেশ পথে বনপাড়া হাইওয়ে পুলিশের তল্লাসি

করোনা মোকাবেলায় নাটোরের প্রবেশ পথে বনপাড়া হাইওয়ে পুলিশের তল্লাসি


নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সচেতনতা ও মোকাবেলায় নাটোরের প্রবেশ পথে  বনপাড়া হাইওয়ে পুলিশের তল্লাশি। সকাল থেকে শুরু করে সারাদিন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের নের্তৃত্বে নিয়মিত টহল জোরদার করে বাহিরে থেকে আসা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ট্রাকে লুকিয়ে যাত্রীরা ফিরে আসছে জেনেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

নাটোরের প্রবেশদ্বার বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক  একটি গুরুত্বপুর্ণ স্থান। তাই উত্তরবঙ্গের যাত্রীবাহী গাড়ি বন্ধ সহ মালবাহী গাড়িতে কোন ক্রমেই যেন যাত্রী বহন না করে সেজন্য বিশেষ খেয়াল রাখতে বনপাড়া হাইওয়ে পুলিশ সর্বদা প্রস্তত।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …