নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ফলদ বৃক্ষ মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজার ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা চত্বরে আয়োজিত ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। পরে প্রধান অতিথি মেলায় অংশগ্ররহণকারী ১০টি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম ও সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।