বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

লালপুর ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে দারিদ্রপীড়িত কর্মহীন, অসহায়, দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নিজ তহবিল থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। খাদ্য বিতরণ কালে তিনি উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবো। উল্লেখ্য প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামে ঘুরে ঘুরে নিজস্ব তহবিল থেকে খাদ্য বিতরণ করে আসছেন।

আরও দেখুন

লালপুরে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,প্রফেসর নজরুল ইসলাম রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ পিএনআরএফআরএর উদ্যোগে নাটোর লালপুরে ৫শ …