নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে চারটি বাড়ির ৫ ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বুড়িরভাগ পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৫টি ঘরের মধ্যে দুটি শয়নঘর ও একটি গোয়ালঘর এবং একটি রান্না ঘর পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িরভাগ পশ্চিম পাড়া গ্রামে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারনা রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত চারদিক ছড়িয়ে পড়লে আব্দুল জব্বারের দুই ছেলে আনোয়ার হোসেন রফিকুল ইসলাম ও ফরজ মন্ডলের দুই ছেলে আসিদুল ইসলাম ও শামসউদ্দিনের বাড়ির ৫ টি ঘর পুড়ে যায়। এ সময় আনোয়ার হোসেনের ৬০ মণ পেঁয়াজ পুড়ে যায়। পরে নাটোর ফায়ার সার্ভিস এসে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …