সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় প্যারাগ্রাফ লিখলেই মামলা থেকে মুক্তি

সিংড়ায় প্যারাগ্রাফ লিখলেই মামলা থেকে মুক্তি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি থেকে জনগণকে মুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দেশের বিভিন্ন স্থানে রাস্তায় গান গেয়ে অথবা বই বিতরণ করে সংক্রমণকালীন এই সময় বাসায় থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট যা গণমাধ্যমে এসেছে। এই ব্যতিক্রমী উদ্যোগগুলো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঠিক তেমনই একটি ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিংড়া সার্কেলের নেতৃত্বে থানা পুলিশের একটি উদ্যোগ। লকডাউন কার্যকর করার জন্য সিংড়া থানার বিভিন্ন এলাকার সড়ক পথে চলাচলকারী মোটরসাইকেল এবং অন্যান্য মোটরযানের বৈধ কাগজপত্র যাচাই বাছাই শেষে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এছাড়া বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যারা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েছেন তাদেরকে “করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এবং প্রতিরোধে করণীয়” শীর্ষক প্যারাগ্রাফ লিখার পর ছেড়ে দেওয়া হচ্ছে।

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার নারদ বার্তাকে জানান যে, নতুন সড়ক আইনে আমরা জরিমানা করছি। দুই দিনে আমরা শতাধিক লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করেছি। এরপরে মোটরসাইকেল আরোহীরা হেলমেট এবং কাগজপত্র সঙ্গে নিয়ে বের হচ্ছেন। তাই যারা জরুরী প্রয়োজন ব্যতীত বের হয়েছেন তাদেরকে আমরা এ প্যারাগ্রাফ লেখার পরে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রেও আমরা সর্তকতা অবলম্বন করছি এবং আরোহীদেরকে সার্জিকাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলার পরামর্শ দিচ্ছি।

গত দুই দিনে প্রায় ২০ জন মটরসাইকেল আরোহীকে এই প্যারাগ্রাফ লেখার মাধ্যমে সংক্রমণ সম্পর্কে সচেতন করা এবং ঘরের বাহিরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …