নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে মিরপুর ফেরত ৩ যুবকের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হাজির হলেন ইউএনও। কিন্তু ৩ যুবকের খোঁজ না করে দোকান বন্ধ করার মূহুর্তে মুদী দোকানীকে জরিমানা করে ফিরে গেলেন। ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুরে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কেশবপুর বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেশবপুর বটতলার ওয়াজেদের ছেলে ইউসুফ, আক্কাসের ছেলে মনির এবং জালালের ছেলে জিলানি গত রবিবার রাজধানী ঢাকার মিরপুর থেকে নিজ নিজ বাড়িতে আসে। সোমবার সকাল থেকেই তারা বটতলা বাজারে গ্রামবাসীর সাথে দেখা সাক্ষাত ও আড্ডা দিতে থাকে। বিষয়টা নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমকে জানানো হলে সোমবার বিকেলে উক্ত ৩জনের সাথে দেখা করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
পরে রাত ৮টার দিকে ইউএনও জাহাঙ্গীর আলম কেশবপুর বটতলা বাজারে উপস্থিত হয়ে মুদী দোকান বন্ধ করার সময় দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করেন। এরপর তিনি মিরপুর ফেরত ৩ যুবকের বিষয়ে জানতে চান। বাজারের মানুষ তাঁকে জানায় যে তারা এখন তাদের বাড়িতে আছে। এর পর ইউএনও জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে যান।
উপজেলা নির্বাহী অফিসারের এমন ভূমিকায় গ্রামবাসী কিংকর্তব্যবিমূঢ়! তাদের একটাই জিজ্ঞাসা যে বিষয়ে ইউএনও স্যারকে খবর দেয়া হলো, সেই বিষয়ে কোন ব্যবস্থা না নিয়েই তিনি কেন চলে গেলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমকে ফোন করলে তিনি নারদ বার্তাকে জানান, ঐ তিনজন যেহেতেু বাড়িতে অবস্থান করছিল তাই তাদেরকে বাইরে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার এবিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬মার্চ থেকে একটানা হোম কোয়ারেন্টাইনের জন্য দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত কেশবপুর গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থবিধি মানছেন না বলে নিয়মিত অভিযোগ আসে। কেউ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সচেতন করতে উদ্যোগী হলে তাকে ভর্ৎসনার শিকার হতে হয়।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …