সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাথায় ও ভ্যানে করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন রশিদ মেম্বার

মাথায় ও ভ্যানে করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন রশিদ মেম্বার

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
‘চাচি বাসায় আছেন। আমি আরিফ মেম্বার। আপনার বাসায় আর কে কে আছেন? আমরা জেনেছি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনার পরিবার কর্মহীন হয়ে পড়েছে। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি ও চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার পক্ষ থেকে আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। ‘হতদরিদ্র বেদেনা বেওয়ার বাসায় গিয়ে ঠিক এভাবেই ডাক দিলেন চামারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম আরিফ। পরে ওই নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। সোমবার সকাল থেকে একইভাবে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড রানীনগর গ্রামে প্রায় শতাধিক পরিবারের মাঝে ভ্যানে এবং হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। উল্লেখ্য চামারী ইউনিয়নের ৫নং রানীনগর ওয়ার্ডে আরিফুল ইসলাম আরিফ কে গত ১ সপ্তাহ হলে প্রতিটি মহল্লায়,মসজিদে ও পাড়ায় পাড়ায় জীবাণু নাশক স্প্রে, সাবান বিতরণ, ছোট বাচ্চাদের জন্য বিস্কুট, মাস্ক বিতরণ ও অসহায় মানুষের খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …