শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী-পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী-পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও লোকজনকে ঘর থেকে বের না হতে দেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জে কঠোর অবস্থানে কাজ করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠে কাজ করছেন তারা। এ অবস্থায় রাস্তায় বের হওয়ার সাধারণ মানুষকে রোদে করিয়ে সাময়িক শাস্তিসহ জরিমানা করছেন জেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন রাস্তায় বের হওয়া প্রায় ১০০ জনের বেশি লোকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এর অধিকাংশই মোটর সাইকেল, ইজিবাইকের চালক। আর রাস্তায় চলাচলকারী ব্যক্তি যারা মাস্ক ব্যবহার করছেন না সেনাবাহিনী সাময়িক শাস্তি হিসেবে রোদে দাড় করিয়ে রাখছেন।
এদিকে পুলিশ জেলার বিভিন্ন মোড়ে মোড়ে মোটরসাইকেল আরোহীদের মামলা দিচ্ছে। পুলিশ বলছেন, করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।
চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি। আর সবাইকে সতর্কভাবে ঘরে থাকার পরামর্শ দেন।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *