সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার খোলা আকাশের নিচে, সহায়তার হাত বাড়ায়নি কেউ!

নাটোরে অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার খোলা আকাশের নিচে, সহায়তার হাত বাড়ায়নি কেউ!

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের হরিশপুর ইউনিয়নের রাজাপুর কামারদিয়ার গ্রামে অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ভস্মিভূত হয়েছে। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় পরিবার দুটি। এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রাজাপুর জেলেপাড়া এলাকার সুবোধ হালদারের ঘরে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এ সময় পুড়ে যায় সুবোধ হালদার ও তার ছেলে অসিত হালদার এর ঘর। আসবাবপত্র, নগদ টাকা পয়সা, খাবার ফসল কোন কিছুই রক্ষা করতে পারেননি তারা। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

সবকিছু হারিয়ে পরিবারটির নিঃস্ব হয়ে গেছে। খোলা আকাশের নিচে অসহায় মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি প্রশাসন কোনো সহায়তার হাত বাড়িয়ে দেয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …