রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে নির্দেশনা না মেনে অযথা ঘোরাফেরা ও দোকান খোলায় ২৭ জনকে জরিমানা

হিলিতে নির্দেশনা না মেনে অযথা ঘোরাফেরা ও দোকান খোলায় ২৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে নির্দেশনা না মেনে অযথা বাড়ির বাহিরে বের হওয়ায় ও দোকান খোলায় দোকানীসহ ২৭জনকে ২৭ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন।

শনিবার দুপুর থেকে হিলিবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহলের মাধ্যমে জনগনকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য ও যারা বাহির হয়েছেন তাদেরকে মাইকিংসহ নানাভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দর রাফিউল আলম বলেন, করোনা ভাইরাসের সংক্রামন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসন যৌথভাবে কাজ করছেন। যেসব স্থানে জনসমাগম বেশী হয় এমন জায়গাগুলোতে আমরা অভিযান চালয়েছি। মানুষকে বিভিন্নভাবে বোঝানোর পাশাপাশি সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপরেও অনেকে সরকারি নির্দেশ অমান্য করে অনেক পথচারী অযথা বাড়ির বাহিরে বের হয়েছেন ও অনেক দোকানী দোকান খুলেছেন এমন ২৭জনকে ২৭ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …