শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ফোন পেয়ে ৩টি বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান রশিদুল

ফোন পেয়ে ৩টি বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান রশিদুল

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
বাসায় খাবার যা ছিল, তা ফুরিয়ে গেছে। বাইরে দিনমজুর হিসাবে কাজ করতাম সেটাও বন্ধ। শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানুর মুঠোফোনে ফোন করলেন। ইউএনও ফোন ধরতেই অপর প্রান্ত থেকে পরিচয় দেন তিনি দিনমজুর এর স্ত্রী, উনার স্বামী ১৪দিন হলে কোনোই কাজকর্ম নেই। ইউএনও ফোন পেয়েই চেয়ারম্যান গিয়ে বাড়িতে রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন। সেলুনের এক নাপিত বলেন,১০ দিন হলে দোকান বন্ধ থাকায় পেটে দেওয়ার মতো কোনো খাবার তাঁর ঘরে নেই। বাড়িতে টাকাও শেষ হয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে ভাত খেতে পারেননি। ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিলেন। কাজকর্ম বন্ধ থাকায় তিনি ঠিকমতো খেতে পারছেন না। তাই বাধ্য হয়ে ইউএনওকে ফোন করেন। ফোন পেয়ে ইউএনও সকালেই চেয়ারম্যান দিয়ে তাঁকে রান্না করে খাওয়ার জন্য ১০ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ২লিটার তৈল ও ২টি সাবান দেওয়া হয়েছে। চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন,চামারী ইউনিয়নের কেউ না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ, আপনারা মনোবল হারাবেন না,নিজেকে দূর্বল ভাববেন না কিন্তু দয়া করে অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। আমরা খাবার আপনাদের বাড়িতে পৌঁছে দিবো।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …